কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে যশোর জেলার মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
১২ নং শ্যামকুড় ইউনিয়নের পরিসীমাঃ
উত্তরে মনিরামপুর উপজেলা সদর(মনিরামপুরপৌরসভা),পূর্বে ১৩ নং খানপুর ইউনিয়ন ও ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন, দক্ষিনে কেশবপুর উপজেলা সদর(০৬নং কেশবপুর ইউনিয়ন),পশ্চিমে ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন ও ০৭ নং খেদাপাড়া ইউনিয়ন।
ক) নাম-১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন-২৯বর্গ কি:মি:(প্রায়)
গ) লোকসংখ্যা: ৩২৪৭৫ জন (আদমশুমারী ২০০১)
ঘ) গ্রামের সংখ্যা: ২০টি
ঙ) মৌজার সংখ্যা: ১৯টি
চ) হাট/বাজারের সংখ্যা-৫টি
ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- অটো/বাস/মটরসাইকেল/ইজিবাইকের মাধ্যমে
জ) শিক্ষার হার: ৪৯.৬৮, নারী-৪৫.৫৩,পুরুষ-৫৩.৫৯(২০০১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২৪টি
ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২২ টি
ট) উচ্চ বিদ্যালয়- মাধ্যমিক-৭টি
ঠ) প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার কেন্দ্র-১টি
ড) মাদ্রাসা কামিল-১টি,আলীম-০১টি,দাখিল- ০৫টি
ঢ) দায়িত্বরত চেয়ারম্যান- এস এম মশিউর রহমান
ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-১টি
ত) ঐতিহাসিক স্থান-১টি
থ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ০৪/০৪/২০০৮ইং
দ) নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ:০৬/৮/২০১১
প্রথম সভার তারিখ: ১১/০৮/২০১১
মেয়াদ উত্তীর্নের তারিখ:
ধ) গ্রাম সমূহের নাম
মুজগুন্নী, দূর্গাপুর নাগোরঘোপ, হাঁসাডাঙ্গা,
বাঙ্গালীপুর, চিনাটোলা, সৈয়দমাহমুদপুর তেঘরী,
দঃশ্যামকুড়, শ্যামকুড়, জামলা,রামনগর, লাউড়ী,
আগরহাটি, ধলীগাতি, সুন্দলপুর,হালসা, পাড়দিয়া,ঘুঘুরাইল।
ন)ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩ জন।
ইউনিয়ন পরিষদ সচিব: ১ জন।
ইউনিয় গ্রাম পুলিশ : ১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS