মৃত্যু নিবন্ধনের জন্য বিস্তারিত তথ্যসহ ইউনিয়ন অফিসে যোগাযোগ করুন।
মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন, পারিবারিক পেনশন প্রাপ্তি প্রভৃতি কাজের জন্য মৃত্যু নিবন্ধন প্রয়োজন। তদুপরি মৃত্যু নিবন্ধিত না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয় সম্ভব হবে না। মৃত্যু নিবন্ধন করতে হলে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম নিবন্ধন করা না থাকলে জন্ম নিবন্ধন সম্পাদনের পর মৃত্যু নিবন্ধন করতে হবে।
মৃত্যু নিবন্ধনের নির্ধারিত আবেদন ফরমে (ছাপানো বা হাতে লিখা হলেও চলবে) নিবন্ধকের নিকট নিম্নে বর্ণিত দলিল বা প্রত্যয়নসহ আবেদন করতে হবে।
আবেদন ফরমের যথাস্থানে নিম্নবর্ণিত এক বা একাধিক প্রত্যয়ন বা দলিল সংযুক্ত থাকতে হবে:
http://br.lgd.gov.bd/?q=node/29
নিবন্ধনের জন্য বিস্তারিত তথ্যসহ ইউনিয়ন অফিসে যোগাযোগ করুন অথবা নিচের লিঙ্ক-এ ক্লিক করে অনলাইনে আবেদন করুন।
আপনাকে যা যা আনতে হবে-
১। নিবন্ধনকৃত ব্যক্তির - নাম,পিতার নাম,মাতার নাম,জন্মস্থানের বিস্তারিত ঠিকানা, বর্তমান ঠিকানা,স্থায়ী ঠিকানা। জন্ম নিবন্ধন আইডি নং,মৃত্যুর তারিখ,মৃত্যুর স্থান,মৃত্যুর কারন,স্বামীর বা স্ত্রীর নাম,ও জন্ম তারিখ।
২। বয়স প্রমান- পাসপোর্ট,ভোটার আইডি কার্ড,কাবিন নামা,টিকা খাওয়ানোর কার্ড,এসএসসি সনদ বা প্রশংসাপত্র,বা পূর্বে করা যে কোন পরিচয় পত্র যাহা সরকার অনুমোদিত।
http://bris.lgd.gov.bd/pub/?pg=application_status
আবেদন করার পর উপরের লিঙ্ক হতে যাচাই করতে পারবেন।
তাছাড়া নিচের লিঙ্ক হতে যে কোন নিবন্ধনকৃত ব্যক্তির জন্মনিবন্ধন তথ্য যাচাই করেতে পারেন।
http://bris.lgd.gov.bd/pub/?pg=verify_br
মৃত ব্যক্তির পুত্র বা কন্যা বা অভিভাবক মৃত্যুর ৩০ দিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য দায়ী থাকবেন।
এছাড়া নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করতে পারবেন:
বিষয় | ফিসের হার | ||||
---|---|---|---|---|---|
অনূর্ধ্ব আঠার বৎসর বয়সীদের ব্যক্তিদের জন্ম নিবন্ধন | শূন্য | ||||
অন্যূন আঠার বৎসর বয়সের ব্যক্তিদের জন্ম নিবন্ধন | ৫০.০০ টাকা | ||||
কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন | শূন্য | ||||
জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ | শূন্য | ||||
জন্ম বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি-নকল কপি সরবরাহ | ২৫.০০ টাকা | ||||
সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং, ক্ষেত্রমত, নিবন্ধন বহি সংশোধন | ১০.০০ টাকা | ||||
জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফিসের হারের গেজেটের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন | |||||
ইউনিয়ন পরিষদ | পৌরসভা | সিটি কর্পোরেশন | ক্যান্টনমেন্ট বোর্ড |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস