Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ১২ নং শ্যামকুড় ইউনিয়ন

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে যশোর জেলার মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

১২ নং শ্যামকুড় ইউনিয়নের পরিসীমাঃ

     উত্তরে মনিরামপুর উপজেলা সদর(মনিরামপুরপৌরসভা),পূর্বে ১৩ নং খানপুর ইউনিয়ন ও ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন, দক্ষিনে কেশবপুর উপজেলা সদর(০৬নং কেশবপুর ইউনিয়ন),পশ্চিমে ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন ও ০৭ নং খেদাপাড়া ইউনিয়ন।

 

ক) নাম-১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন-২৯বর্গ কি:মি:(প্রায়)

গ) লোকসংখ্যা: ৩২৪৭৫ জন (আদমশুমারী ২০০১)

ঘ) গ্রামের সংখ্যা: ২০টি

ঙ) মৌজার সংখ্যা: ১৯টি

চ) হাট/বাজারের সংখ্যা-৫টি

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- অটো/বাস/মটরসাইকেল/ইজিবাইকের মাধ্যমে

জ) শিক্ষার হার: ৪৯.৬৮, নারী-৪৫.৫৩,পুরুষ-৫৩.৫৯(২০০১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২৪টি

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২২ টি

ট) উচ্চ বিদ্যালয়-  মাধ্যমিক-৭টি

ঠ) প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার কেন্দ্র-১টি

 ড) মাদ্রাসা কামিল-১টি,আলীম-০১টি,দাখিল- ০৫টি

ঢ) দায়িত্বরত চেয়ারম্যান- এস এম মশিউর রহমান

ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-১টি

ত) ঐতিহাসিক স্থান-১টি

থ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ০৪/০৪/২০০৮ইং

দ) নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ:০৬/৮/২০১১

            প্রথম সভার তারিখ: ১১/০৮/২০১১

            মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

ধ) গ্রাম সমূহের নাম

  মুজগুন্নী,     দূর্গাপুর      নাগোরঘোপ,         হাঁসাডাঙ্গা,

বাঙ্গালীপুর,   চিনাটোলা,   সৈয়দমাহমুদপুর     তেঘরী,

দঃশ্যামকুড়,  শ্যামকুড়,     জামলা,রামনগর,   লাউড়ী,

আগরহাটি,   ধলীগাতি,   সুন্দলপুর,হালসা,    পাড়দিয়া,ঘুঘুরাইল।

 

ন)ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩ জন।

  ইউনিয়ন পরিষদ সচিব: ১ জন।

  ইউনিয় গ্রাম পুলিশ   : ১০ জন।